নিউজিল্যান্ডের ইতিহাসে টেস্টের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ক্রাইস্টচার্চের ওভালে বক্সিং ডে টেস্টে এবার সেই রেকর্ডকে আরো উন্নত জায়গায় নিয়ে গেলেন এই কিউই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন। এই সেঞ্চুরির পথে প্রথম নিউজিল্যান্ডার হিসেবে ক্যালেন্ডার বছরে ১০০০ রানের মালিকও হয়েছেন তিনি। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে সারজায় ২০২ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন। ৭৮ বলে ১০০ রান করে গড়েছিলেন রেকর্ড। এবার ৭৪ বলে (১০টি চার, ৫টি ছক্কা) সেঞ্চুরি করে নিজেকেই টপকে গেলেন ব্রেন্ডন। উঠে গেলেন অন্য উচ্চতায়। ক্যারিয়ারের ৯১তম ম্যাচে করা ১১তম সেঞ্চুরিটি ডাবলে পরিণত করার সুযোগ ছিল ব্রেন্ডনের সামনে। হতে পারতো দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও। কিন্তু ১৮৫ রান করে আউট হয়ে কিছুটা আফসোস নিয়েই ড্রেসিং রুমে ফিরতে হয় ব্রেন্ডনকে। ১৩৪ বলে ১৮টি চার ও ১১টি ছক্কায় সাজানো ব্রেন্ডনের আগ্রাসী ইনিংসটি।২০১৪ সালটা যে অভিজ্ঞ ব্রেন্ডন ম্যাককালামের জন্য একেবারে ভিন্ন কিছু তা প্রমাণিত তার ব্যাটে। এই বছর যেবারই ৫০ পেরিয়েছেন, সেবারই পেয়েছেন সেঞ্চুরি। আর এই বছর ব্রেন্ডনের ফিফটি পেরুনো ইনিংসগুলো হল ২২৪, ৩০২, ২০২ ও ১৯৫! আর মাত্র ৫টি রান হলে এক বছরেই ৪টি ডাবল সেঞ্চুরির রেকর্ডের মালিক হতেন ব্রেন্ডন।