বরগুনার দন্ত চিকিৎসক ডা. মো. গোলাম কবির সিকদার শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তবে তার পরিবারের অভিযোগ, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বরগুনার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন সুজন তাকে অপহরণ করেছেন। রোববার বিকেলে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী ইশরাত জাহান এ অভিযোগ করেন।ইশরাত জাহান বলেন, শনিবার রাত ৮টার দিকে তার স্বামী বরগুনা পৌর মার্কেটের দ্বিতীয় তলায় নিজের চিকিৎসা প্রতিষ্ঠান হিরা দন্ত চিকিৎসালয় থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পৌর সুপার মার্কেটের সামনে থেকে বেল্লাল হোসেন সুজন তার সহযোগীদের নিয়ে ডা. মো. গোলাম কবির সিকদারকে অপহরণ করে নিয়ে যায়।তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সুজনের পরিবারে সঙ্গে তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সুজন বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের হুমকি দিত এবং চাঁদা দাবি করতেন। এর প্রেক্ষিতে গত ১০ মে তার স্বামী গোলাম কবির সিকদার বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুজনের বিরুদ্ধে একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। আর এ কারণেই সুজন তার স্বামীকে অপহরণ করেছে।অভিযোগ অস্বীকার করে জেলা ছত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন সুজন বলেন, গোলাম কবির নিজেই আত্মগোপন করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/এবিএস