গত বছরের শেষে মুক্তি পেয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি ‘প্রিয় মালতী’। এখনও সেটি চলছে প্রেক্ষাগৃহে। আনন্দের খবর হচ্ছে, বিনামূল্যে ছবিটি দেখা যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রয়েছে ছবিটির প্রদর্শনী।ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত ফেসবুক পোস্টে সবাইকে মনে করিয়ে দিয়েছেন সে কথা।
আরও পড়ুন:
মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান কাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বললেন মেহজাবীনসামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘‘প্রিয় মালতী’’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’ মেহজাবীনসহ এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভিসির মডেল হয়ে পরিচিতি পেয়ে যান তিনি। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।
এমআই/আরএমডি/জেআইএম