নরসিংদীতে তিতাস গ্যাসের ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবপুর উপজেলার কামারগাঁও ও পুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। নরসিংদী তিতাস গ্যাসের অাঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক তওহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। কারিগরী ব্যবস্থাপক আনোয়ারুল পারভেজের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুঁড়ে প্রায় চার হাজার ৫ শত ফিট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। খুব নিম্মমানের লোহার পাইপ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হবার সম্ভাবনা ছিল বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। অভিযান চলাকালে সংযোগ বিচ্ছন্ন কার্যক্রম পরিদমর্শন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশারুল আফসার। এসময় তিনি জানান, শিবপুরে কেউ অবৈধ গ্যাস ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে প্রশাসন যথেষ্ট কঠোর অবস্থানে রয়েছে। এর আগেও তিনবার এই অবৈধ লাইনটি বিচ্ছন্ন করে তিতাস গ্যাস কর্তপক্ষ। কিন্তু চোরাই চক্র সরকারি ছুটির দিন ও রাতের আধারে পুনরায় সংযোগ নেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ বলেন, এই অবৈধ কাজের বিনিময়ে যারা টাকা নিয়েছে, তাদের পাওয়া যায়নি, তাই আমরা কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, অবৈধ সংযোগ নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।সঞ্জিত সাহা/এআরএ/এমএস