দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে মো. স্বাধীন মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বাধীন মন্ডল উপজেলার বৈগ্রাম এলাকার মহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ১১টায় বিরামপুর-হিলি রেললাইনে সাতপুরী এলাকায় এ ঘটনা ঘটে।হিলি রেলওয়ে ইনচার্জ খোকন চন্দ্র সাহা জানান, বেলা ১১টারি দিকে উপজেলার বিরামপুর-হিলি রেললাইনের ৩৪১/৮ নম্বর পিলার হইতে ১০০ গজ উত্তরে মো. স্বাধীন মন্ডল ঢাকাগামী দ্রুত যান ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি মাদকাসক্ত ছিল বলে পরিবরারিক সূত্রে জানা গেছে।রেলওয়ে ওসি মো. হুমায়ুন করিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইলে বসে নেশা করার সময় ট্রেনে কাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস