বিনোদন

‘প্রান আপ’র ওপেন কনসার্টে দর্শক মাতালেন শিল্পীরা

প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় ‘প্রান আপ’র পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মত বাকেরগঞ্জে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাদ্রীশিবপুর আবুল হোসেন খান কলেজ মাঠে অনুষ্ঠিত কনসার্টে পাওয়ার ভয়েজ তারকা পিংকি ও বাপ্পি জনপ্রিয় সব গান গেয়ে অন্যরকম উন্মাদনায় ভাসিয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতাদের।শুক্রবার দুপুড় ৩ টায় এ কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ক্রুটির কারনে বিকেল সাড়ে ৪ টার দিকে কনসার্ট শুরু হয়। রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলে এই কনসার্ট।খ্রীষ্টান ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে স্থানীয়  খ্রীষ্টান সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসার্টে জনপ্রিয় ৫ টি গান পরিবেশন করেন পাওয়ার ভয়েজ তারকা পিংকি ।এরপর মঞ্চে ওঠেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পী। তাদের গানের সাথে সূর মিলিয়ে চিৎকার করে গেয়েছেন দর্শকরা। ‘প্রান আপ’র পৃষ্ঠপোষকতায়  সব মিলিয়ে বাকেরগঞ্জবাসীকে জমকালো এক অনুষ্ঠান উপহার দেন শিল্পী ও উদ্যোক্তরা। পাওয়ার ভয়েজ তারকা পিংকি ও ক্লোজ আপ ওয়ান তারকা বাপ্পি মঞ্চে ওঠার আগে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রাণ-আরএফএল গ্রুপের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম জানান,  স্থানীয়  ও উদ্যোক্তাদের সহায়তায় সফলভাবে এই বিশাল কনসার্ট সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি এলাকাবাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম আরো জানান, বাকেরগঞ্জে প্রথমবারের মত এত বড় কনসার্ট আয়োজন করা হয়েছে। ‘প্রান আপ’ এর পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত।সকলের জন্য এই অনুষ্ঠান ছিল উন্মুক্ত। শুধু প্রচারের জন্যই নয়, মফস্বল শহরে বসবাসরত জনগনকে কিছুটা বিনোদন দিতে তাদের এই পৃষ্ঠপোষকতা বলে জানান, ব্রান্ড ম্যানেজার মনিরুল ইসলাম। কনকনে শীত উপেক্ষা করে কনসার্টে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে বলে জানিয়েছে উদ্যোক্তারা। অনুষ্ঠানকে ঘিরে পাদ্রীশিবপুর এলাকায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা শহর থেকে দূরে এত বিশাল কনসার্টের পৃষ্ঠপোষকতা করায় ‘প্রান আপ’ পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। একই সঙ্গে প্রতি বছরই ‘প্রান আপ’ যেন বিনোদনমূলক এরকম কনসার্টের আয়োজনে এগিয়ে আসে তার দাবীও জানান, এলাকাবাসী।