রাজধানীর খিলগাঁওয়ে ওয়াসার তিনশ` ফুট গভীর গর্তে জিহাদ (৪) নামে এক শিশু আটকা পড়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্ধুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনাবশত ওই শিশুটি পরিত্যক্ত এই পাইপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে।শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।এ রিপোর্টটি লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ছয়বার চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন। তবে শিশুটি বেঁচে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জুস ও অক্সিজেন দিয়ে শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।তবে ওয়াসার ওই কূপটি মাত্র ১৪ ইঞ্চি ব্যাস হওয়ায় গর্তে কেউ ঢুকতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, স্বাভাবিক ভাবে যদি উদ্ধার করা সম্ভব না হয় তাহলে সর্বশেষে ক্রেন দিয়ে গর্তে বসানো পাইপটি তুলে ফেলা হবে জানিয়েছেন সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মীরা।