বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় নেতাদের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। রাত ৮টার কিছুক্ষণ পরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ের এই বৈঠকে অংশ গ্রহণ করেছেন।গাজীপুরে শনিবার ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারিসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে এ জরুরী বৈঠক আহবান করা হয়েছে। বৈঠক শেষেই এক সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবারে গাজীপুরের সমাবেশ সম্পর্কে দলটির সিদ্ধান্ত ও বিস্তারিত জানানো হবে।প্রসঙ্গত, গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি এবং ছাত্রলীগের পাল্টা-পাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করার সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গাজীপুরে এ ১৪৪ ধারা জারি বহাল থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুণ অর রশিদ।