নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ মাদরাসা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামরুল ইসলাম কাজল ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের গুলি করে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে ঝাড়ু মিছিল ১০ বিষয়ে একমত বিএনপি-ইসলামী আন্দোলনপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১টার দিকে কোতালেরবাগ মাদরাসা মাঠে অভিযান চালান। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কাজল নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের গুলি করে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মোবাশ্বির শ্রাবণ/কেএসআর