ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে ‘হেম হরষিত লোকগানের আসর ও পিঠা উৎসব’। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উৎসব শুরু হয়।
উৎসব উপলক্ষে টিএসসির পায়রা চত্বরে শীতকালীন বিভিন্ন পিঠা, মুখরোচক খাবার ও সাজগোজের সামগ্রীর স্টল বসেছে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যরা বিভিন্ন সামগ্রী কিনছেন।
আরও পড়ুন বাকৃবিতে মাসে সাড়ে ২৬ লাখ টাকার সিগারেট বিক্রি! জাবিতে পোষ্য কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীদের অবস্থানএ ছাড়াও টিএসসির মাঠে লোকগান, বাউল গান, লালনগীতিসহ বিভিন্ন ধরনের গানে মেতে উঠছেন শিক্ষার্থীর। রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
এমএইচএ/কেএসআর/জিকেএস