অর্থনীতি

দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর ৭০.২৭ শতাংশই গ্রামে

গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৭৯৯টি বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুমারির তথ্য অনুযায়ী, দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৭০ দশমিক ২৭ শতাংশই গ্রামে অবস্থিত, যা ২০১৩ সালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।

পারিবারিক অর্থনৈতিক ইউনিটের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে, ৮২ দশমিক ২০ শতাংশ ইউনিট গ্রামীণ অঞ্চলে রয়েছে।

আরও পড়ুন এক দশকে শিল্পে শ্লথ গতি, আধিপত্য বেড়েছে সেবার

বুধবার (২৯ জানুয়ারি) বিবিএস ভবনে শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অর্থনৈতিক শুমারি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার, উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান শুমারির বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে বর্তমানে ৩২০টি অর্থনৈতিক ইউনিট হিজড়া সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হচ্ছে।

উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান জানান, এটি দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি। প্রথম শুমারি হয়েছিল ১৯৮৬ সালে। প্রতি ১০ বছর পরপর এ শুমারি করা হয়।

এমওএস/বিএ