মিয়ানমারে নির্বাচিত বেসামরিক সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা জান্তাবাহিনী আরেকটি নির্বাচন আয়োজনের মাধ্যমে বৈধতা অর্জনের চেষ্টা করছে।
গত দুই মাস ধরে জান্তা সরকার প্রতিবেশীদের কাছে চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা তুলে ধরে আসছে। তারা ভোটার তালিকা প্রস্তুত করার জন্য আদমশুমারি করে ফলাফল প্রকাশ করেছে আর ভোটের জন্য ‘স্থিতিশীলতা’ নিশ্চিতে কাজ করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা দিয়েছে।
কিন্তু জান্তা সরকার এমন এক সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে যখন দেশজুড়েই গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিদ্রোহীগোষ্ঠীগুলোর কাছে নিয়ন্ত্রণ হারিয়েছে।
তাই আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের পরিকল্পনাকে ঘিরে সহিংসতা তীব্র হয়ে ওঠতে পারে। বিদ্রোহী বাহিনীগুলো একইসঙ্গে সরকার ও নির্বাচনের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে উভয়পক্ষ আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে।
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দেশের অর্ধেক এলাকায় নির্বাচন, কয়েক ডজন বিরোধীগ্রুপকে নিষিদ্ধ ও শুধু জান্তাপন্থি দলগুলোকে নির্বাচনে সুবিধা দেওয়ার বিষয়কে সামনে এনে এ ধরনের পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, নির্বাচনের আগে উত্তেজনা চরম আকার ধারণ করার অবস্থা তৈরি হয়েছে।
নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটের মিয়ানমারবিষয়ক বিশ্লেষক মায়ো হাইন বলেন, এটি অনিবার্যভাবে সংঘাতকে তীব্রতর করে নজিরবিহীন স্তরে নিয়ে যাবে।
সূত্র: রয়টার্স
এমএসএম