জাতীয়

প্রধান উপদেষ্টাকে টাস্ক ফোর্স প্রতিবেদন দিলেন শিক্ষা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘সমতা ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ এবং সম্পদ সংগ্রহ’ শীর্ষক টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা।

আরও পড়ুন

শিক্ষার অবস্থা এতই খারাপ, তিন মাসে কিছু করা সম্ভব নয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রধান উপদেষ্টার

উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর ১২ সদস্যের এ টাস্ক ফোর্স গঠন করা হয়।

এমইউ/ইএ/জেআইএম