আন্তর্জাতিক

৮ জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করলো হামাস

গাজা থেকে আট জিম্মিকে মুক্তি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এরমধ্যে তিনজন ইসরায়েলি ও পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে ইসরায়েল থেকে ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে বন্দিবিনিময়কালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সময় নিচ্ছে ইসরায়েল।

এদিকে দখলকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানের তাম্মান এলাকায় বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির পর গাজায় তাঁবু থেকে নিজেদের ঘরবাড়ির দিকে ফিরছেন ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৪৭ হাজার ৪১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এগারো হাজার ৫৭১ জন।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে, যা উত্তর গাজার বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে। এছাড়া, রাফাহ সীমান্ত পথ খুলে দেওয়া হবে যাতে মানবিক সাহায্য এবং অন্যান্য পণ্য সরবরাহ করা যায়।

সূত্র: আল-জাজিরা

এমএসএম