‘ট্রুথ অর ডেয়ার’ টেলিফিল্মে জুটিবদ্ধ হলেন আফরান নিশো ও জাকিয়া মুন। নিশো মিডিয়াতে পুরনো মুখ হলেও মুন একেবারেই নতুন। এই টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘যখন মিডিয়াতে আমি নতুন ছিলাম, তখন আমিও অনেক পরিচালকের কাছে আবদার রেখেছি ভালো ভালো অভিনেত্রীদের সঙ্গে কাজ করার। আমার সঙ্গে মুনের কাজ করার আগ্রহ আমাকে আমার ক্যারিয়ারের প্রথম দিনের মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। মুন চেষ্টা করেছে ভালো অভিনয় করার।’জাকিয়া মুন বলেন, ‘আমি কৃতজ্ঞ নিশো ভাইয়ার কাছে। কারণ তিনি আমাকে অভিনয়ে অনেক কিছুই শিখিয়েছেন। আশাকরি আমাদের জুটির এই টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে টেলিফিল্মটি নির্মিত হয়েছে বলে পরিচালক জানান।