বিনোদন

‘পুস্পা ২’ ওটিটিতে আসতেই আল্লুকে নিয়ে রসিকতা

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’ বক্স অফিস কাঁপিয়েছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দান্নার এ সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকরা লুফে নেয়। সিনেমাটি মুক্তির ঠিক দুই মাসের মধ্যে ৩০ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি ওটিটিতে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এতে আল্লুকে দেখে সবাই রসিকতা করছেন।

অনেকের মতে ‘পুষ্পা ২' একেবারে নিখুঁত, আবার অনেকের মতে ‘অসহ্যকর’। এ নিয়েই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। বিশেষ করে গল্পে আল্লু অর্জুন মানে পর্দার ‘পুষ্পা রাজ’র হাওয়ায় উড়ে ভিলেনদের সঙ্গে লড়াই করার দৃশ্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আল্লু ভক্তদের কাছে এ দৃশ্য ‘ঈশ্বরীক’ অ্যাকশন বলে মনে হচ্ছে।

আল্লু অর্জুন সঙ্গে ভিলেনদের লড়াইয়ের এ দৃশ্যটার সময় যে প্রেক্ষাগৃহে দর্শকরা যে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তা বলাই বাহুল্য। তবে এখন ‘পুষ্পা ২’ ওটিটি রিলিজের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় ‘পুষ্পা’র এ লড়াইয়ের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের প্রতিক্রিয়া। অনেকের কাছেই ‘পুষ্পা ২’র এই অ্যাকশন দৃশ্য অবাস্তব বলে মনে হয়েছে। মাধ্যাকর্ষণকে অস্বীকার এইভাবে উড়ে উড়ে ‘পুস্পা’র লড়াই করা অনেকে নিয়ে প্রচণ্ডভাবে ট্রোল করছেন।

আরও পড়ুন: চার সপ্তাহেই টাকার পাহাড় গড়লো ‘পুষ্পা ২’ ভারতে এখন সবার শীর্ষে ‘পুষ্পা ২’, সেরা পাঁচে যেসব সিনেমা

এ দৃশ্য দেখে একজন মজা করে লিখেছেন, ‘আমাদের সত্যিই অ্যাকশন কোরিওগ্রাফারদের দরকার যারা মাধ্যাকর্ষণ এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে মেনে চলবে।’ আর এক নেটিজেন লেখেন, ‘আমি হাসি থামাতে পারিনি যখন পুষ্পা সোজা হাওয়া উড়ে বুমেরাংয়ের মতো ঘুরে বেরিয়ে এবং হাত বাঁধা অবস্থায় মুখে কাটারি ধরে লড়াই করছে।’

      View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

আরেকজন লিখেছেন, ‘এর ঠিক আগের অংশটা আরও খারাপ ছিল, সে উড়ে বেড়াচ্ছিল আর সবাই নিচে পড়ে যাচ্ছিল। সম্ভবত গত বছর আমার দেখা সবচেয়ে খারাপ ছবিগুলোর মধ্যে এটি একটি। ২০০০ কোটি রুপি আয় করেছে এবং এখন আমরা এর আরও একটা সিক্যুয়েল দেখতে চলেছি এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে।’

এমএমএফ/এএসএম