কুমিল্লার লালমাই পাহাড় থেকে মো. রিফাত হোসেন (৯) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত পার্শ্ববর্তী বরুড়া থানার চন্ডিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, ১ ফেব্রুয়ারি দুপুরের পর রিফাত বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে যায়নি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবশেষ সোমবার সকাল সাড়ে ৯টায় চন্ডিমুড়া পাহাড়ে শিশুর গলাকাটা মরদেহ পাওয়ার খবরে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে রিফাতের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাহাড়ে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম