একুশে বইমেলা

রাশেদের কবিতার বই ‘পাঁজর জুড়ে কোলাহল’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক আফনান আহমেদ রাশেদের কবিতার বই ‘পাঁজর জুড়ে কোলাহল’। এটি তার চতুর্থ বই। প্রচ্ছদ করেছেন আহামাদ বোরহান।

বইটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। বইটি অনলাইন বুকশপসহ সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে প্রকাশনীর ১২-১৫ নম্বর স্টলে পাওয়া যাবে।

লেখালেখি সম্পর্কে রাশেদ জানান, লেখালেখি তার বিশেষ ভালো লাগা। মানুষের ভালোবাসা তাকে বিমোহিত করে। লেখক হিসেবে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছেন। সাড়া পেয়েছেন আকাঙ্ক্ষার তুলনায় অনেক বেশি।

আরও পড়ুনঅরণ্য সৌরভের প্রথম কাব্যগ্রন্থ ‘মেঘদীপা দাস’বইমেলায় নাজনীন তৌহিদের তিনটি বই

বইটি সম্পর্কে জানান, এটি কবিতার বই। জগতের সব অভাব, দুঃখ, ক্রোধ, অভিমান, অনুরাগ কবিতায় পাওয়া যায়। সেসব বহিঃপ্রকাশকে লেখক বলেন ‘কোলাহল’। সব কিছু মিলিয়ে যখন ধুলোপড়া দীর্ঘশ্বাসে গল্প জমে, তাকে লেখক বলেন ‘পাঁজর জুড়ে কোলাহল’।

লেখক আফনান আহমেদ রাশেদ একাধারে উপস্থাপক, স্ট্যান্ডআপ কমেডিয়ান, স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা। তিনি রিয়েলিটি শো মীরাক্কেল দশের অন্যতম ফাইনালিস্ট ছিলেন।

লেখকের বইগুলো হলো, ভ্রমণ ও আত্মঅভিজ্ঞতা সম্পর্কিত ‘মীরাক্কেল এক্সপ্রেস’ (২০২২)। রম্য ও স্যাটায়ার ‘ফিলিং চিলিং’ (২০২৪)। কমেডি ভিত্তিক বই ‘লাফটার চ্যালেঞ্জ’ (২০২৫)।

এসইউ/জেআইএম