কুষ্টিয়ায় সানোয়ার হোসেন (৫৫)নামের এক হোমিওপ্যাথিক ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের উপরও হামলা চালায় দুর্বৃত্তরা।শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সাইফুজ্জামানকে গুরুতর অবস্থায় ঢাকা আনা হচ্ছে। নিহত সানোয়ার হোসেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর যাবৎ বটতৈল ইউনিয়নের শিশিরমাঠ এলাকায় প্রতি শুক্রবার বিনামূল্যে হোমিও চিকিৎসা দিয়ে আসছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইফুজ্জামান ও সানোয়ার হোসেন মটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা শহরের অদূরে বিআরবি কেবলের পাশে বটতৈল বাজার সংলগ্ন শিশির মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক সানোয়ার হোসেনের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।এসময় সাইফুজ্জামানকে আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া সদর হাসপতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ডা. তাপস কুমার জাগো নিউজকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সাইফুজ্জামানের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। আমারা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।কুষ্টিয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহবুদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত এবং নিহত দুজনের মাথায় গভীর আঘাত রয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এফএ/এমএস