বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি আবদুল মুনায়েম মুন্না নেতাকর্মীদের ভিড়ে সড়কে পড়ে আহত হয়েছেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
Advertisement
বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালিতে আঘাত লাগে।
আহত মুন্নাকে তাৎক্ষণিক এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার গোড়ালির মচকানো চোট চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে।
আরও পড়ুন খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন, চলবে বাসা থেকে: ডা. জাহিদ জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ায় ‘উত্তেজনা’, বৈঠক ছাড়ে ৩ দলএই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতারা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ছুটে আসেন এবং মুন্নার শয্যাপাশে অবস্থান নেন।
Advertisement
কেএইচ/কেএসআর/এএসএম