দেশজুড়ে

শাজাহানপুরে ড্রেনে পড়ে শিশু নিখোঁজ

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানি জমে থাকা পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে মো. ফাইম বাবু (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাইম ওই এলাকার মো. সোহেল রানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম প্রতিবেশী আরেক শিশুর সঙ্গে ফাঁকা জমিতে বৃষ্টি জমে থাকা পানিতে খেলছিল। একপর্যায়ে ফাইমের পা পিছলে ড্রেনের পাইপের মধ্যে পড়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা শিশুটি দ্রুত ফাইমের পরিবারের সদস্যদের খবর দিলে তারা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে। এখনো ড্রেনের পাইপ ও পাশের ডোবার আশপাশে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় সহায়তা ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে।

এএইচ/এএসএম