বিনোদন

তাণ্ডব ও নাটকের শিল্পী নিয়ে ভুয়া বক্তব্যে ইকবালের প্রতিবাদ

তাণ্ডব ও নাটকের শিল্পী নিয়ে ভুয়া বক্তব্যে ইকবালের প্রতিবাদ

চলচ্চিত্রের আলোচিত প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। এ বছর তার পরিচালিত বা প্রযোজিত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ঈদের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন তিনি। সিনেমা দেখে শাকিব খানের ‘তাণ্ডব’কে সিনেমা মনে হয়নি বলে মন্তব্য করে বিতর্ক জমিয়ে দিয়েছেন। তিনি এগিয়ে রেখেছেন শরিফুল রাজের ‘ইনসাফ’ চলচ্চিত্রটিকে।

Advertisement

তবে সিনেমা নিয়ে তার কিছু ভুয়া বক্তব্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে দাবি করছেন ইকবাল।

তিনি জানান, ‘নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না’- এমন একটি মন্তব্য ছড়ানো হচ্ছে তার নামে। কিন্তু এ ধরনের কথা তিনি কোথাও বলেননি।

বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘আমার ফেক আইডি থেকে হয়তো কেউ এমন পোস্ট করেছে। আমি এমন মন্তব্য কোথাও করিনি। আমি সবসময় শিল্পীদের সম্মান করি।’

Advertisement

তিনি আরও বলেন, ‘কারা এ ধরনের অপপ্রচার করছে আমি জানি। তাদের আইনি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নাটক ও সিনেমা যে যেখানেই কাজ করুক সবাই শিল্পী। আমার নিজের সিনেমাতেও আমি নাটক করে এমন অনেক শিল্পী নিয়ে কাজ করেছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা জরুরি।’

এদিবে বেশকিছু গণমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে প্রযোজক ইকবালের বক্তব্য প্রকাশ করা হয়েছে। ইকবালের দাবি, কোনো ফুটেজ বিশ্লেষণ করে কোথাও ভাইরাল হওয়া মন্তব্যগুলো পাওয়া যায়নি। তিনি তাই গণমাধ্যমের কাছে আরও দায়িত্বশীলতার প্রত্যাশা করেছেন।

এমআই/এলআইএ/জিকেএস

Advertisement