আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে কথা বললেন শি জিনপিং, যুদ্ধবিরতি সর্বোচ্চ অগ্রাধিকার

পুতিনের সঙ্গে কথা বললেন শি জিনপিং, যুদ্ধবিরতি সর্বোচ্চ অগ্রাধিকার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

Advertisement

চীনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। আন্তর্জাতিক বিরোধের সমাধান সশস্ত্র সংঘাত দিয়ে সম্ভব নয়।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে বহু উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের রাজধানী দোহা থেকে কিছুটা বাইরে অবস্থিত এই সামরিক ঘাঁটি।

তাছাড়া বৃহস্পতিবার (১৯ জুন) কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতা জারি করেছে। এতে তাদের কর্মীদের আল-উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।

Advertisement

বুধবার প্ল্যানেট ল্যাবস পিবিসির তোলা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ঘাঁটির টারমাকে (উড্ডয়ন ও অবতরণ এলাকা) যেসব যুদ্ধবিমান, পরিবহন উড়োজাহাজ ও ড্রোন সাধারণত পার্ক করা থাকে, সেগুলোর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত এই ঘাঁটিতে একাধিক সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান ও গোয়েন্দা ড্রোন দেখা যায়।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এর আগে বাহরাইনে ৫ম নৌবহরের ঘাঁটি থেকেও একই ধরনের উড়োজাহাজ ও নৌ-জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ। তবে কতগুলো বিমান বা জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

বিশ্লেষকরা বলছেন, এটি একটি সামরিক কৌশল- যার মাধ্যমে যুদ্ধ বা হামলার ঝুঁকি থাকলে সামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

Advertisement

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএসএম