মরণোত্তর দেহদান করেছেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। গত ১৭ জুন মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন এই নন্দিত নির্মাতা।
Advertisement
তানভীর মোকাম্মেলের বয়স ৭০ বছর। তার দেহদানের অঙ্গীকারপত্রে লেখা হয়েছে যে, তানভীর মোকাম্মেলের মৃত্যুর পর তার মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গীকারপত্রটি গ্রহণ করেছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন। ফেসবুকে অঙ্গীকারপত্রের ছবিটি পোস্ট করে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল জানিয়েছেন, অ্যানাটমি বিভাগ কৃতজ্ঞচিত্তে তার অঙ্গীকারপত্র গ্রহণ করেছেন।
বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। পেয়েছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘আ টেল অব দ্য যমুনা রিভার’ ইত্যাদি।
কবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে একটি নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন তানভীর মোকাম্মেল। শিগগির তিনি এ ছবির শুটিং শুরু করবেন। আগামী বছর ছবিটি মুক্তির কথা ভাবছেন এই নির্মাতা।
Advertisement
আরএমডি/জেআইএম