রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- শমসের (২৮), সালমা (৩২), মারুফ (২০), আওয়াল (৪৭), ইমন (১৯), লিটন (২২), মিরাজ (৪০), সাজ্জাদ (৩২), জীবন (১৯) ও সুজন (৩৩)। বুধবার (১৮ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ২ জন, চাঁদাবাজির মামলায় ১ জন, দস্যুতার মামলায় ২ জন এবং ডিএমপির মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/জেআইএম