কক্সবাজারের টেকনাফে সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরার দুই নৌকার সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক জেলে নিহত হয়েছেন।
Advertisement
শুক্রবার (২০ জুন) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ খোনকার পাড়া নারকেল বাগান নৌকা ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম খোনকার পাড়া সেলিম মাঝির ছেলে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নৌ-ঘাট সংলগ্ন সাগরে দুটি নৌকার সংঘর্ষ হেলাল নামে একজন নিহতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Advertisement
গত সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে সাগর উত্তাল রয়েছে। ফলে অনেক মাছ ধরার নৌকা ও বড় ফিশিং ট্রলার সাগর থেকে নৌ-ঘাটের ফিরে আসে।
জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম