গত সপ্তাহেই দলকে নেতৃত্ব দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ওই ফাইনাল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন টেম্বা বাভুমা।
Advertisement
সেই চোট এবার ছিটকে দিলো দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। জিম্বাবুয়ের মাটিতে শনিবার থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন না টেম্বা বাভুমা। তার বদলে প্রোটিয়াদের অধিনায়ক ঘোষণা করা হয়েছে কেশভ মহারাজকে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাঁচ নতুন মুখ দিয়ে স্কোয়াড সাজিয়েছে প্রোটিয়ারা। বিশ্রাম দিয়েছে এইডেন মার্করাম, কাগিসো রাবাদার মতো তারকা খেলোয়াড়দের। ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি কেবল দ্বিতীয় টেস্টে খেলবেন।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডডেভিড বেডিংহ্যাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বসচ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কেশভ মহারাজ (অধিনায়ক), কোয়েন মাফাকা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি (কেবল দ্বিতীয় টেস্ট), লুহুয়ান-ড্রি প্রিটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়িন, কাইল ভেরেন, কডি ইউসুফ।
Advertisement
এমএমআর/এএসএম