দেশজুড়ে

শনিবারও খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

শনিবারও খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (২১ জুন) বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে। নতুন অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দিন বন্দর থেকে পণ্য খালাস দেওয়া হবে।

Advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস শনিবার সরকারি ছুটির দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে এই কর্মকর্তা শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন। তিনি জানান, ১৮ জুন উম্মে আয়মান কাশমী (দ্বিতীয় সচিব বোর্ড প্রশাসন-১) সই করা এক পত্রে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ জুন ও ২৮ জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, শনিবার বন্দর খোলা থাকবে। কেউ বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাস নিতে চাইলে খালাস দেওয়া হবে। আমদানিকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোডও করা হবে।

Advertisement

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, শনিবার বেনাপোল কাস্টমস হাউজ খোলা থাকবে এ সংক্রান্ত কোনো পত্র আমরা পায়নি। কাস্টমস থেকে বিষয়টি জানানো হলে আমাদের সদস্যদের জানিয়ে দিতে পারতাম। অনেক সদস্য বিষয়টি জানে না। তার পরও কেউ কাজ করতে চাইলে কাজ করবে।

এনবিআরের এক কর্মকর্তা বলেন, সংস্থাটি ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি বিভাগ করার যে অধ্যাদেশ জারি হয়েছিল তা বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনে দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমএন

Advertisement