শাহরুখের মুম্বাইয়ের ‘মান্নাত’ অনুরাগীদের কাছে দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। কিন্তু বর্তমানে কিং খান নিজের বাড়ি ছেড়ে অন্য একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন। তবে ‘মান্নাত’র সামনে তার অনু আনাগোনা এখন বন্ধ রয়েছে। কারণ শাহরুখের বাড়িটি রয়েছে সংস্কার করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে অন্য একটি অভিযোগ।
Advertisement
মান্নাতে নাকি চলছে অবৈধ সংস্কার, এ অভিযোগ শোনার পরেই অভিনেতার বাড়িতে আসেন বিএমসি এবং বনবিভাগের কর্মকর্তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের আশ্বস্ত করে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছেন, যে সংস্কার করা হচ্ছে তা সম্পূর্ণ অনুমতি মেনেই করা হচ্ছে। বাড়ি সম্পর্কিত সব নথি যথাযথভাবে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’কে পূজা বলেন, ‘সব নির্দেশনা মেনেই কাজ করা হয়েছে। কোনো অভিযোগ নেই। অন্যদিকে বন বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সংস্কার অনুমতি সম্পর্কে একটি অভিযোগ পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় তথ্য, নথি জমা নেওয়া হবে।
সাবেক আইপিএস অফিসার এবং আইনজীবী ওয়াইপি সিং অভিযোগ করার পরেই শাহরুখের বাড়িতে হানা দেন বন বিভাগের কর্মকর্তারা। অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালে নগর ভূমি সীমা আইন কার্যকর থাকায় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু এ আইনি বাধা অতিক্রম করার জন্য শাহরুখ এবং গৌরী বিএনসির কাছ থেকে ১২টি ছোট ছোট ফ্ল্যাটের অনুমোদন চেয়েছিলেন।
Advertisement
অনুমোদন পাওয়ার পর ১২টি ছোট ছোট ফ্ল্যাট, যা মূলত নগর ভূমি সীমা আইনের অধীনে গণ আবাসনের জন্য তৈরি ছিল, সেটি পরে অভিনেতার পরিবারের জন্য একটি বিলাসবহুল আবাসনে পরিণত হয়। অভিযোগকারীর অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে শাহরুখকে।
এমএমএফ/জিকেএস