দেশজুড়ে

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তার আগে সুষ্ঠু নির্বাচনের জন্য সব সংস্কার সম্পন্ন করতে হবে।

Advertisement

শনিবার (২১ জুন) বিকেলে মেহেরপুর শহরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। আমাদের পক্ষ থেকে ঐকমত্য কমিশনেও বলা হয়েছে, সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। নির্বাচনের তারিখের জন্য জামায়াত কখনো ব্যস্ত ছিল না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতের নেতাদের বিচারের ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। সরকারের ভেতরে এবং বাইরে ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারা পোশাক পাল্টিয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। অবিলম্বে এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

Advertisement

জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম