গাজীপুরের কালীগঞ্জে বিএনপির পথসভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানিয়ে বক্তব্য দিয়েছেন এক ছাত্রদল নেতা। এ ঘটনার ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
বক্তব্যদাতা ছাত্রদল নেতা নাহিদ হাসান। যিনি উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
বক্তব্যের সময় ছাত্রদল নেতা নাহিদ হাসানকে বলতে শোনা যায়, “স্থানীয় প্রহল্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ‘মুজিবীয় শুভেচ্ছা’ ও অভিনন্দন জানাই।’ তার এ কথা বলার পরপরই উপস্থিত বিএনপির এক কেন্দ্রীয় নেতা তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই ভিডিওটি ভাইরাল করে প্রশ্ন তুলেছেন, ছাত্রদলের নেতার মুখে কীভাবে এমন আওয়াজ আসে?
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, নাহিদ হাসান আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতৃত্বে আসেন।
এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি পোস্টারও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। একটিতে দেখা গেছে, নাহিদ হাসান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সবুজের ছবি। অন্যটিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। তবে পোস্টার দুটি আসল কি-না তার সত্যতা যাচাই করা যায়নি।
বক্তব্যের বিষয়ে জানতে নাহিদ হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি সিকদার জানান, নাহিদ ছাত্রদলের দুর্দিনে সক্রিয় ছিলেন এবং তার অবদান অস্বীকার করা যায় না।
Advertisement
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকার বলেন, কমিটির জন্য এককভাবে আমাকেই দায়ী করা ঠিক নয়। আহ্বায়ক ও আমি দুজনই সই করেছি। তবে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত বলেন, ঘটনাটি পুরোনো হলেও আলোচিত। আমরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছি।
আব্দুর রহমান আরমান/এসআর/জেআইএম