বিনোদন

কোটি টাকা কর বকেয়া বাপ্পারাজের, তালিকায় মৌসুমী-ফারিয়ারাও

কোটি টাকা কর বকেয়া বাপ্পারাজের, তালিকায় মৌসুমী-ফারিয়ারাও

আয়কর বাকি পড়েছে ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের। তার বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ সাতাশি হাজার ২৪১ টাকা। ঢালিউড অভিনেত্রী মৌসুমীও দেননি ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। শুধু তারাই নন, এ বছর ঢালিউডে অভিষেক হওয়া সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।

Advertisement

মোটা অঙ্কের কর বকেয়া রয়েছে এ রকম তারকা-শিল্পীদের একটি তালিকা সম্প্রতি জাগো নিউজের হাতে এসেছে। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩ এর ওই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ। গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।

ওই নথি থেকে জানা যায়, অভিনেতা আহমেদ শরীফের প্রায় ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা, নুসরাত ফারিয়ার ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা কর বাকি। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের নামও ওই তালিকায় রয়েছে। যোগাযোগ করা হলে সংগঠনটি জানায়, এটি ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের কর। একটি সাংস্কৃতিক সংস্থার মাত্র দু’বছরের করের পরিমাণ এত বেশি কেন তা তারা বুঝে উঠতে সময় নিয়েছেন। তবে সরকার কিস্তিতে তাদের এ কর পরিশোধের সুযোগ দিয়েছে। এরই মধ্যে দুটি কিস্তি পরিশোধও করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি নুসরাত ফারিয়া। সাবিলা নূরের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

Advertisement

আরও পড়ুন:

ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার

এমআই/আরএমডি/এমএস