জাতীয়

ঢাকায় বৃষ্টি কমছে, বাড়ছে ভ্যাপসা গরম

ঢাকায় বৃষ্টি কমছে, বাড়ছে ভ্যাপসা গরম

সারাদেশে গত তিনদিনে বৃষ্টিপাত অনেকটাই কমেছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হয়েছে কম। ফলে বেড়েছে ভ্যাপসা গরম।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল (রোববার) ঢাকায় স্বল্প পরিমাণ বৃষ্টি হয়েছে। সোমবারও সকাল ৯টার দিকে হালকা বৃষ্টি হয়েছে।

তবে এই বৃষ্টিতে গরম কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, বর্ষাকালে ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। একটানা অনেক্ষণ বৃষ্টি হলে তখন তাপমাত্রা কমে গরম কমতে পারে।

এছাড়া সোমবারও (২৩ জুন) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। এদিন আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জে।

আরএএস/এএমএ/জেআইএম

Advertisement