গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে দখলদার দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ও ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি ওয়াইনেট বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
Advertisement
এক বিবৃতিতে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলেছে (আইইসি), দেশের দক্ষিণে আমাদের একটি কৌশলগত অবকাঠামোতে ক্ষতি হয়েছে। এতে ওই অঞ্চলের বেশকিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই বিবৃতিতে আইইসি এই গোলযোগের কোনো কারণ উল্লেখ করেনি।
তারা আরও জানায়, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানিয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।
Advertisement
সূত্র: আল জাজিরা
এসএএইচ