নতুন হল নির্মাণসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে বৈঠকের পর আশ্বস্ত হয়েছেন। কবে নাগাদ তারা ক্লাসে ফিরবেন বা তাদের পরবর্তী করণীয় কী হবে সে বিষয়গুলো মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠকে চূড়ান্ত করা হবে।
Advertisement
সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ কথা জানান ঢামেক ছাত্র প্রতিনিধি তৌহিদুল আবেদিন তানভীর।
তিনি বলেন, বেলা ১১টায় আমাদের প্রিন্সপ্যালসহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সেভাবেই আমরা এসেছি। প্রথমে শিক্ষকদের সঙ্গে উপদেষ্টা ম্যাডামের বৈঠক হয়েছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের সঙ্গে বসেন। তিনি আমাদের কথা শোনেন। তিনি আমাদের দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেছেন। শিগগির এগুলো পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছেন। বিশেষ করে, আমাদের নতুন ব্যাচের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করবেন। আর নতুন হল নির্মাণের অনুমোদন দ্রুতই যেন একনেকে অনুমোদিত হয়, সেই চেষ্টা চালাবেন।
ছাত্র প্রতিনিধি তানভীর বলেন, আমরা মোটামুটি সন্তুষ্ট এবং আশ্বস্ত হয়েছি। পরবর্তী করণীয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করব। বিশেষ করে, কাল একাডেমিক কাউন্সিলের সঙ্গে বসে ক্লাসে ফেরাসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্তে উপনীত হব।
Advertisement
গত প্রায় এক মাস যাবৎ নতুন হল নির্মাণসহ ৫ দফা দাবিতে আন্দোলন করছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা তাদের ক্লাসও বর্জন করেছে। নতুন শিক্ষার্থীরা তাদের নবীনবরণ অনুষ্ঠানেও আসেননি। এ অবস্থায় একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে একাডেমিক কাউন্সিল। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়তে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়।
এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উল্টো স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে ভঙ্গুর হল পরিদর্শনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এসইউজে/এএমএ/এমএস
Advertisement