লাইফস্টাইল

সোশ্যাল মিডিয়ার নতুন ফ্যাশন সেনসেশন রাশা থাডানি

সোশ্যাল মিডিয়ার নতুন ফ্যাশন সেনসেশন রাশা থাডানি

নতুন প্রজন্মের গ্ল্যামার দুনিয়ায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন রাশা থাডানি। মায়ের জনপ্রিয়তার ছায়া থেকে বেরিয়ে এখন রাশা আলোচনায় নিজের ঢঙেই। সম্প্রতি ইনস্টাগ্রামে তার শেয়ার করা এক লুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। লাল নেটের বডিকন ড্রেসে তার রেড হট লুক যেন আগুন ধরিয়ে দিয়েছে অনুরাগীদের মনে।

Advertisement

রাশা থাডানি, বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা, কেবল তার পরিচিতির জোরেই নয়, নিজের স্টাইল স্টেটমেন্ট আর কনফিডেন্স দিয়ে ধীরে ধীরে তৈরি করছেন তারকা-পরিচয়ের আলাদা একটা পরিচয়। তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট যেন এই পরিচয়েরই জ্বলন্ত প্রমাণ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, রাশার পরনে লাল রঙের নেট বডিকন ড্রেস, যা তার ফিগারের সৌন্দর্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ‘রেড’ শব্দটিই যেখানে এক ধরনের আত্মবিশ্বাস, সেখানে এই লুক যেন তার স্টাইলের এক সাহসী ঘোষণা। লাল রঙ বরাবরই রোমান্টিকতা আর আগ্রহের প্রতীক, আর এই লুকে সেই আবহ ঠিকঠাক তৈরি করেছেন রাশা।

আরও পড়ুন এক ক্লিকে দেখুন রাশার ভাইরাল ছবিগুলো হালকা সাজে ভারী ছাপ, মেহজাবীনের ভেনিস ভ্রমণ লুক

স্টাইলের কথা বলতে গেলে শুধু পোশাক নয়, পুরো গ্ল্যামার লুকেই ছিলো নিখুঁত পরিকল্পনা। মেসি ওয়েট লুক হেয়ারস্টাইল তার লুককে আরও তরতাজা, স্মার্ট ও ট্রেন্ডি করে তুলেছে। চুলের এই স্বাভাবিক অথচ গুছানো এলোমেলো ভাব যেন বলছে ‘কমফোর্ট ইজ দ্য নিউ ক্লাস’।

Advertisement

মেকআপেও ছিল মাধুর্যের ছোঁয়া। সফট গ্ল্যাম লুকে লাল সেমি-ম্যাট লিপস্টিকের সঙ্গে ছিল ঘন আইল্যাশ, হালকা ব্লাশ আর ন্যাচারাল টোনের আইশ্যাডো। মেকআপের এই মেলবন্ধন রাশার সৌন্দর্যকে করেছে আরও প্রাণবন্ত।

এই রেড হট লুকের ছবিগুলোর প্রতিক্রিয়ায় নেটিজেনরা এক বাক্যে বলে দিয়েছেন, ‘আগামী দিনের ফ্যাশন আইকন হয়ে উঠছেন রাশা’। কারও কারও মতে, এই লুক যেন রাভিনা ট্যান্ডনের ‘টিপ টিপ বরসা পানি’র সেই আগুনঝরা সৌন্দর্যেরই আধুনিক রূপান্তর।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই তরুণীর ফ্যাশন সেন্স, ক্যামেরার সামনে সাবলীলতা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তাকে ভবিষ্যতের অন্যতম স্টাইল ট্রেন্ডসেটারে পরিণত করছে। রাশার এই রেড হট লুক শুধু একটি ফটোশুট নয়, এটি যেন তার স্টারডমের পরবর্তী ধাপের সূচনা।

শুধু অনুরাগীরা নয়, শহরের ফ্যাশন বিশেষজ্ঞরাও রীতিমতো আলোচনা করছেন এই লুক নিয়ে। স্টাইল, সাহস আর স্টেটমেন্ট-তিনে মিলেই যেন রাশা হয়ে উঠেছেন নতুন প্রজন্মের গ্ল্যাম আইকন। ভবিষ্যতের বলিউডে তিনি শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও জায়গা করে নেবেন, সেই ইঙ্গিত তো আজই মিলছে।

Advertisement

জেএস/জিকেএস