ভাইরাল রাশার হট ইনস্টা লুক
প্রকাশিত: ১১:০৫ এএম, ০৭ জুলাই ২০২৫
আপডেট: ১১:০৫ এএম, ০৭ জুলাই ২০২৫
ফ্যাশনের মঞ্চে আরও একবার বাজিমাত করলেন রাশা। ইনস্টাগ্রামে প্রকাশিত তার সাম্প্রতিক লুক যেন রীতিমতো ভাইরাল। সাহসী, স্টাইলিশ ও আত্মবিশ্বাসে ভরপুর রেড-হট পোশাকে রাশার গ্ল্যামার যেন নজর ফেরাতে না পারার মতো, আর নেটিজেনদের প্রতিক্রিয়াতেও ধরা পড়েছে একই উচ্ছ্বাস। ছবি: রাশার ইনস্টাগ্রাম থেকে
-
কেউ বলছেন ‘ফ্যাশন গোলস’, কেউ আবার লিখছেন ‘স্টানিং বিউটি’।
-
ইনস্টা দুনিয়ার ট্রেন্ড লিস্টে এখন একটাই নাম রাশা।
-
লাল নেটের বডিকন ড্রেসটি শুধু শরীরের গঠনকেই নয়, বরং তার ব্যক্তিত্বের সাহসিকতাকেও তুলে ধরছে। লাল যে কেবল রঙ নয়, বরং একটি মনোভাব-সেটাই যেন বলছে তার এই লুক।
-
মেকআপে ছিল ‘সফট গ্ল্যাম’ ছোঁয়া; হালকা বেইস, হাইলাইটেড চেকবোনস আর ঘন আইল্যাশ।
-
সবচেয়ে বেশি চোখে পড়েছে তার লাল সেমি ম্যাট লিপস্টিক। এই লিপকালার পুরো লুকটিকে আরও নিখুঁতভাবে সংজ্ঞায়িত করেছে।