দেশজুড়ে

দাবি না মানলে স্বাস্থ্য সেবার কার্যক্রম বন্ধের ঘোষণা

বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতিসহ ৬ দফা দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা ১ সেপ্টেম্বর থেকে তাদের দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সব কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার, মহাদেপুর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখা হবে।

নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক বলেন, দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম। তবুও তাদের কোনো স্বীকৃতি নেই। বার বার প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যসেবার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও বঞ্চিত। আমাদের যৌক্তিক দাবিগুলো বার বার উপেক্ষিত হয়েছে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরমান হোসেন রুমন/জেডএইচ/এমএস