খেলাধুলা

ফিলিপসের অবিশ্বাস্য এই ক্যাচটি দেখলে আপনি অবাক হবেন (ভিডিও)

প্রথম দুই টেস্ট হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার কিংসটনে, সাবিনা পার্কে তৃতীয় ও শেষ টেস্টটি হোয়াইটওয়াশ থেকে বাঁচার মিশন। সে লক্ষ্যে সূচনাট ভালোই করেছে স্বাগতিক ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসেই অলআউট করে দিয়েছে ২২৫ রানে। যদিও প্রথম দিন শেষে ১৬ রান তুলতে গিয়ে একটি উইকেট হারিয়েছে রস্টোন চেজের দল।

তবে, সাবিনা পার্কে অস্ট্রেলিয়াকে ২২৫ রানে অলাআউট করার পথে পরিবর্তিত ফিল্ডার হিসেবে ফিল্ডিং করতে নামা এন্ডারসন ফিলিপ ট্রাভিস হেডের যে অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেছেন, সেটিই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয়।

যারা ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া শেষ টেস্টের প্রথম দিনের খেলা দেখেছেন, তাদের চোখে লেগে আছে ট্রাভিস হেডের ক্যাচটি অ্যান্ডারসন ফিলিপ যেভাবে ধরেছেন, সেই দৃশ্যটা।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে কিছুটা কোনঠাসা অস্ট্রেলিয়া। ৬ষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারে এবং ট্রাভিস হেড জুটি বাধেন। দু’জন মিলে ২৮ রানের জুটিও গড়ে ফেলেন। এর মধ্যে কিছুটা মারমুখি ভঙ্গিতে ব্যাট করছিলেন হেড। ২০ রান করে ফেলেছিলেন তিনি।

Anderson PHILLIP...HOW!?#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/WaZxSoCU1v

— Windies Cricket (@windiescricket) July 13, 2025

এ সময় ৬৫তম ওভারের শেষ বল করতে আসেন জাস্টিন গ্রিভস। আউড সাইড অফে লেন্থ বল। ট্রাভিস হেড হাঁটুমুড়ে শট খেললেন এক্সট্রা কভারের ওপর দিয়ে। বেশ সময় নিয়েই বলটি যাচ্ছিল। সেখানে মিড অফে ছিলেন পরিবর্তিত ফিল্ডার অ্যান্ডারসন ফিলিপ। ডানদিকে দৌড়ে আসেন তিনি।

শেষ মুহূর্তে দেখলেন দৌড়ে বলের নাগাল পাবেন না। যে কারণে দুই হাত সামনে বাড়িয়ে শরীরকে বাতাসে ভাসিয়ে দিলেন ফিলিপ। পুরো শরীর নিয়ে অসাধারণ এক ডাইভ। বল চলে এলো বাড়িয়ে দেয়া দুই হাতের তালুতে। অসাধারণ একটি ক্যাচ। রীতিমত অবিশ্বাস্য। ট্রাভিস হেড নিজেও অবিশ্বাসভরা দৃষ্টি নিয়ে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে ছিলেন। বিশ্বাস হচ্ছিল না হয়তো যে, এভাবেও একটি ক্যাচ ধরে ফেলা যায়!

অন্যদিকে অ্যান্ডারসন ফিলিপকে তখন অভিনন্দনের বন্যায় ভাসাচ্ছিলেন তার সতীর্থরা। ১৮৯ রানের মাথায় ৬ষ্ঠ উইকেট হিসেবে আউট হন হেড। বাকি ব্যাটাররা দলের স্কোর টেনে নিতে পারেন ২২৫ পর্যন্ত।

আইএইচএস/