জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি অহ নওরোজের কাব্যগ্রন্থ ‘সান্ধ্যসনেটসমূহ’। বইটি প্রকাশ করছে কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান পাবলিশার্স। প্রচ্ছদ এঁকেছেন অনীশ।
Advertisement
অহ নওরোজ বলেন, ‘গ্রীষ্মের শুরুর দিকে পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম। গত মাসে প্রকাশকের তরফ থেকে পাণ্ডুলিপিটি নির্বাচিত হওয়ার খবর জানানো হয়। আগস্টের প্রথম সপ্তাহে ছোট্ট পাঠ উন্মোচনের মধ্য দিয়ে ঢাকা ও কলকাতায় বইটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে।’
অভিযান পাবলিশার্সের প্রকাশক মারুফ হোসেন বলেন, ‘বইটি প্রি অর্ডার করতে চাইলে বাংলাদেশে উজান এবং ভারতে অভিযানের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
আরও পড়ুন
Advertisement
অহ নওরোজ ১২ জুন বাংলাদেশের ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন যশোরের অভয়নগরে। বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি মূলত কবি। তবে বিভিন্ন সময়ে রচনা করেছেন বেশকিছু নাটকের চিত্রনাট্য।
অহ নওরোজের প্রথম কাব্যগ্রন্থ ‘নীল নৌকার নারী’ ২০১৫ সালে, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রোমন্থনের সনদ’ ২০১৬ সালে প্রকাশিত হয়। ২০১৮ সালে প্রকাশিত হয় জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বই ‘মহাকাশের রহস্য’।
২০১৯ সালে প্রকাশিত হয় ‘অতিলৌকিক কবিতাসমূহ’। দীর্ঘদিন পর ২০২৪ সালে প্রকাশিত হয় কবিতার বই ‘কম্বুরেখপদাবলি’।
এসইউ/এমএস
Advertisement