এভারেস্ট জয়ী শাকিলের বই ‘গোমতী থেকে হিমালয়’

বাংলাদেশের সপ্তম এভারেস্ট আরোহী ইকরামুল হাসান শাকিল তার পর্বতারোহণের গল্প বিভিন্ন সময়ে লিখে রাখেন। তার পর্বতারোহণ নিয়ে এ পর্যন্ত ছয়টির বেশি বই প্রকাশিত হয়েছে।
এবার ‘গোমতী থেকে হিমালয়’ বইটি লিখেছেন ইকরামুল হাসান শাকিল। এটি তার ভ্রমণবিষয়ক বই; যেখানে তিনি গোমতী নদী থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতা ও অভিযানের বিবরণ দিয়েছেন।
বইটিতে লেখক গোমতী নদী থেকে শুরু করে হিমালয়ের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। সেইসব অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে ভারতের পশ্চিম ত্রিপুরার প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বমেঘ পাবলিকেশন।
২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ৫৬০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন পুষ্পল দেব। উত্তর ত্রিপুরার ধর্মনগর বইমেলায় বইটি পাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে সীমিত সংখ্যক বই সংগ্রহ করা গেছে।
এ ছাড়া তার বইসমূহ হলো ‘মাউন্ট কেয়াজো-রি শিখরে বাংলাদেশ’, ‘পদচিহ্ন এঁকে যাই’, ‘পর্বতাভিযানে শ্বাসরুদ্ধকর পনেরো ঘণ্টা’, ‘হিমলুং শিখরে’ এবং ‘দোগারি’। এ ছাড়া কবিতার বই ‘দেবী’ ও নাটক ‘নুরু মিয়ার কিচ্ছা’।
বইটি সম্পর্কে ইকরামুল হাসান শাকিল জানান, বইটি আগরতলা বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়। বাংলাদেশে খুব বেশি কপি আনা সম্ভব হয়নি। ভবিষ্যতে আনতে পারলে শাকিলের ফেসবুক আইডিতে জানিয়ে দেওয়া হবে।
এসইউ/জিকেএস