নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো বাহ্যিক চাপে নয়, যথাযথ মনে করেছে বলেই ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।
Advertisement
সচিব বলেন, ওয়েবসাইটে নৌকা সরানো হলেও বিধামালায় নৌকা থাকবে। নৌকা অন্য কোনো দল পাবে না। কোনো চাপে নৌকা ওয়েবসাইট থেকে সরানো হয়নি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে যাতে করে কারও কোনো বিভ্রান্তি না হয় সেই জন্য নৌকা প্রতীক সরানো হয়েছে।
এমওএস/এমআইএইচএস/এমএস
Advertisement