দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল মাঠের দর্শকদের ওপর বেপরোয়া গতির বাস

মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল মাঠে। হাজারো দর্শক তখন খেলা উপভোগ করছিলেন। হঠাৎই বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় দর্শকদের ওপর।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর হাই স্কুল মাঠে খেলা চলাকালে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন উদ্দিন (৪৩) নামে একজন মারা যান। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত গিয়াস উদ্দিন উদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আহতরা হলেন, উপজেলার বাসিন্দা মো. শাহ জালাল (৪৫), গোলাম রাব্বি (১৮), সাইদুল (৩০), হৃত্বিক বর্মন (২০) ও ওদুধ মিয়া (৫০)। তাদের মধ্যে শাহ জালালকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর হাই স্কুল মাঠে খেলা চলাকালে এ ঘটনা ঘটে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ধনীরামপুর বনাম দুলারামপুর একাদশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ড্রাগন ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল। মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। তারা দাঁড়িয়ে ও বসে খেলা দেখছিল। দর্শকদের ভিড় মাঠ ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে যায়। এসময় ঢাকা থেকে মুরাদনগরগামী ইলিয়াটগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর ওঠে পড়ে।

পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ফুটবল ম্যাচ চলাকালীন ভিড়ের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

জাহিদ পাটোয়ারী/এমকেআর