রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথর মেরে হত্যার ঘটনায় তারেক রহমান রবিনসহ তিনজনকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত রিমান্ডের এ আদেশ দেন। বাকিরা হলেন, রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু (৩১) ও মো. নান্নু কাজী (৩৩)।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
জানা যায়, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা ও অপরটি অস্ত্র মামলা। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।
Advertisement
এমআইএন/এমএএইচ/এএসএম