খেলাধুলা

নেদারল্যান্ডস কিংবা নেপালের সাথে সিরিজ খেলতে চায় বিসিবি

এশিয়া কাপের প্রস্তুতি পর্বটা শুধু প্র্যাকটিস আর নিজেদের মধ্যে গা-গরমের ম্যাচ দিয়েই সারতে চায় না এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলার চিন্তা ভাবনা চলছে বেশি। সে কারণেই আগস্টে একটি ভিনদেশি দলের সঙ্গে অন্তত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার চিন্তা ভাবনা চলছে।

এ নিয়ে প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব সময়ের প্রতিপক্ষ জিম্বাবুয়ে নাকি অন্য কেউ? শোনা যাচ্ছে, নেপাল কিংবা নেদারল্যান্ডস হলেও বিসিবি এই প্রস্তুতিমূলক সিরিজ আয়োজন করতে চায়। এখন দেখা যাক কোন দলকে পাওয়া যায়! ২৪ ঘণ্টা না যেতেই বিসিবি থেকে জানানো হয়েছে, জিম্বাবুয়ে নয়, হয় ইউরোপের নেদারল্যান্ডস না হয় এশিয়ার নেপাল হতে পারে সেই ভিনদেশি দল, যার সাথে বাংলাদেশ আগস্টে একটি পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।

আরও পড়ুন>>

সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, ভেন্যু আরব আমিরাতভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ কোন গ্রুপে

তবে ওই দুই দেশের জাতীয় দলের কেউ আসবে, নিশ্চিত করে সে কথা কিন্তু বলেননি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বলেছেন, ‘আসবে কিনা জানি না।’ আজ শনিবার বিকেলে এ তথ্য জানিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না। আমরা একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। বড় কোনো দেশ এই মুহূর্তে ফাঁকা নেই। কারণ, তাদের ব্যস্ত সূচি আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে এটা হতে পারে। নেদারল্যান্ড হতে পারে, নেপাল হতে পারে, এমন কোনো দেশের সাথে হয়তো আমরা সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছি, আমি জানি না তারা আসে কিনা।’

এআরবি/আইএইচএস/