সোশ্যাল মিডিয়া

নেটদুনিয়ায় আলোচনায় গোপালগঞ্জ

নেটদুনিয়ায় আলোচনায় গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। ১৬ জুলাই বিকেল পৌনে ৩টায় গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

Advertisement

এ ঘটনায় নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে গোপালগঞ্জ। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট দিতে থাকেন নেটিজেনরা।

আমিনুল ইসলাম লিখেছেন, ‘নাহিদ-সারজিস-হাসনাতরা সমাবেশ শেষে গোপালগঞ্জে অবরুদ্ধ। চেয়েছেন সহায়তা। বুধবার গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ ও যুবলীগের ব্যাপক হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। এই মুহূর্তে হামলাকারীদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী। অনেক হতাহতের শঙ্কা।’

আরও পড়ুন

Advertisement

এভারেস্ট জয়ে নেটদুনিয়ায় শাকিলকে অভিনন্দন কাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?

মাহমুদুল হাসান তারেক লিখেছেন, ‘পুলিশ ও অন্যান্য বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ ডিএইচ মান্না লিখেছেন, ‘হাসনাতদের কিছু হলে, জবাব দেবে বাংলাদেশ।’

ইনকিলাব মঞ্চ তাদের পেজে লিখেছে, ‘বৃষ্টিতে ভিজেই সাড়ে ৫টায় রাজু ভাস্কর্যে আসেন সবাই। দেখি বাংলাদেশের মালিক কারা!’

সাদ্দাম হোসাইন লিখেছেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সমাবেশের মঞ্চে আগুন দিয়েছে হামলাকারীরা। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সাথে যুক্ত।’

এসইউ/এমএস

Advertisement