আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে ইয়াবাসহ গ্রেফতার ১

নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম হানিফ মিয়া, বয়স ৩২ বছর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) কোচবিহার জেলার সিতাইয়ের কামতেশ্বরী ব্রিজে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ইয়াবা পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় কোচবিহার পুলিশ। সেই অনুযায়ী মঙ্গলবার পুলিশ সিতাই কামতেশ্বরী ব্রিজে যানবাহন তল্লাশি শুরু করে। সেসময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে ভালোভাবে তল্লাশি করা হয়।

আরও পড়ুন>>

প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, বিপৎসীমার ওপরে বইছে পানি ভারতে আসাম থেকে এনআরসি নোটিশ পেলেন পশ্চিমবঙ্গের তিনজন বিজেপির অপদার্থ নীতির কারণে দেশ ভেঙে যাবে: মমতা

এসময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে কোচবিহার জেলা পুলিশ।

এই নিষিদ্ধ ইয়াবা পাচারের সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে। মাদক পাচারের অভিযোগে হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে কোচবিহার জেলা পুলিশ।

ডিডি/কেএএ/