বিনোদন

৭০০ স্টান্টম্যানের জন্য অক্ষয়ের মানবিক উদ্যোগ

৭০০ স্টান্টম্যানের জন্য অক্ষয়ের মানবিক উদ্যোগ

বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার দেশ ভারতের যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন। নিজের পকেটের অর্থ খরচ করে প্রাকৃতিক বিপর্যয়ে পড়া দুস্থদের কখনো ঘর নির্মাণ করে দেন, কখনো অনাহারীদের মুখে খাবার তুলে দেন।

Advertisement

আবার ভারতীয় নাগরিকত্ব না থাকাকালীনও ‘দায়িত্ববান নাগরিকে’র মতো দেশের সীমান্তরক্ষীদের জন্যেও কর্তব্য পালন করেছেন। এবার বলিউডের ৭০০ স্টান্টম্যানের জন্য যা করলেন, তাতে সিনেমার কলাকুশলীরা অক্ষয়কে প্রশংসায় ভাসিয়েছেন।

বলিউড সূত্রে জানা গেছে, হিন্দি চলচ্চিত্র জগতে সাড়ে ছয়শো থেকে সাতশো স্টান্টম্যানের জীবন বদলে দিয়েছেন অক্ষয়। জানা গেল, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুর থেকে শিক্ষা নিয়েই নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ পদক্ষেপ করেছেন অক্ষয় কুমার। বলিউডের প্রত্যেক স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করে দিয়েছেন এ তারকা।

অক্ষয় কুমার

Advertisement

এখন পর্যন্ত দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে একাধিক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। কখনো বা বড় ধরনের আঘাত পেয়ে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। স্টান্টম্যানরা বরাবর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অনেক সময় সেটে তাদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থাও থাকে না।

হাড় কাঁপানো শীত হোক বা প্রচণ্ড গরম, সব ঋতুতেই নিজের জীবন বাজি রেখে পর্দায় হিরোদের জন্য তুখোড় মারপিটের দৃশ্য ফুটিয়ে তোলেন স্টানম্যানরা। কিন্তু সিনেমার সেটে কোনো দুর্ঘটনা ঘটলে সেই খেসারত দিতে হয় তাদের কিংবা তাদের পরিবারকে। এবার সেসব স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করিয়ে দিলেন অক্ষয় কুমার।

অক্ষয়ের এই পদক্ষেপ যে বলিউডের সিস্টেমে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। প্রবীণ স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া যিনি একাধিক বলিউড সিনেমার মারপিটের দৃশ্যে কাজ করেছেন, তিনি অক্ষয়ের এ মানবিক উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন।

অক্ষয় কুমার

Advertisement

আরও পড়ুন ৭ হাজার টাকার অক্ষয়ের দাম এখন ১২৬ কোটি  ৭ বছরে কত টাকা আয় করলেন বলিউডের শীর্ষ ধনী অক্ষয়? 

বিক্রম সিং বলেন, ‘অক্ষয় স্যরকে অনেক ধন্যবাদ, উনি বলিউডের ৭০০ স্টান্টম্যানের জীবনবিমা করিয়ে দিলেন।’ বিমা অনুযায়ী, কোনো কলাকুশলী যদি সেটে স্টান্ট করতে গিয়ে কিংবা বাইরেও দুর্ঘটনার শিকার হন, তাহলে সাড়ে পাঁচ লাখ রুপি পাবেন। বলিউডে এমন ঐতিহাসিক উদ্যোগ নেওয়ার জন্য অক্ষয়কে নিয়ে তুমুল আলোচনা চলছে।

এমএমএফ/জিকেএস