৭ বছরে কত টাকা আয় করলেন বলিউডের শীর্ষ ধনী অক্ষয়?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী অক্ষয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। চলতি বছর ফোবর্সের তালিকায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন তিনি।

আর সে তালিকায় তিনিই একমাত্র ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন।

তবে এবারই প্রথমবারের মতো অক্ষয়ের পারিশ্রমিকের শীর্ষস্থান পাওয়া নয়। গেল কয়েক বছর ধরেই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি। দিন কয়েক আগেই ভারতের কিছু গণমাধ্যম প্রকাশ করে, আবারো পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন অক্ষয়।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, গেল বছরে করোনার মহামারির মধ্যেও ৩৫৬.৭ কোটি রুপি কামিয়েছেন অক্ষয়। এ আয় শুধু তার অভিনীত সিনেমা থেকেই নয়, তার প্রোডাকশন হাউজ থেকেও নির্মিত সিনেমা থেকেও এসেছে আয়।

২০১৫-২১০৯ থেকে পর্যায়ক্রমে তার বাৎসরিক ইনকাম দেখা গেছে ২০৮.৪২ কোটি রুপি, ২১১.৫৮ কোটি রুপি, ২৩১.০৬ কোটি রুপি এবং ২৭৭.০৬ কোটি রুপি। সব মিলিয়ে গত ছয় বছরে অক্ষয়ের মোট আয়ের পরিমাণ ১,৭৪৪ কোটি রুপি। তার আয়ের এই হিসেব বেশ আলোচনায় এসেছে বলিউডপাড়ায়।

প্রসঙ্গত, সর্বশেষ ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘লক্ষী’ সিনেমা। এটি ভারতে সমালোচনার মুখে পড়লেও ভারতের বাইরে বেশ প্রশংসা পেয়েছে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।