খেলাধুলা

শিরোপার হ্যাটট্রিক সোয়াদের, নতুন চ্যাম্পিয়ন নাছিমা

দশ লাখ টাকা প্রাইজমানির ৩৯তম জাতীয় ব্যাডমিন্টনের শনিবারের বিকেলটা ছিল উৎসবমুখর। বিশেষ করে পুরুষ ও নারী এককের ফাইনালের সময় পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে করতালি যেন থামছিলই না। সবার চোখ ছিল জমজমাট ফাইনালে। পুরুষ এককে শেষ পর্যন্ত রাজত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। আর নারী একক জিতে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন নাছিমা খাতুন।

বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন চেনা মুখ আল আমিন জুমার। ২০২২ সালের ফাইনালেও জুমারকে হারিয়েছিলেন সোয়াদ। এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন সেই জুমারকে ২১-১৪ ও ২১-৪ পয়েন্টে হারিয়ে।

নারী এককের ফাইনালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে ছিলেন ঊর্মি আক্তার। প্রতিযোগিতা শুরুর আগে তিনি আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা। তবে তার সেই স্বপ্ন আটকে গেল নাছিমা খাতুনের সামনে।

২০২৩ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী এককের ফাইনালে ঊর্মির কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাছিমা। এবার সেই হারের শোধ নিলেন। প্রথম গেম ১২-২১ ব্যবধানে হেরে গিয়ে পাবনার বাংলাবাজারের মেয়ে নাছিমা ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় গেম ২১-১৭, তৃতীয়টিও ২১-১৭ ব্যবধানে জিতেছেন তিনি।

আরআই/এমএমআর/জেআইএম